অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২১ এএম, ৭ আগস্ট ২০২১ শনিবার | আপডেট: ১২:২৪ এএম, ৭ আগস্ট ২০২১ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টুয়েন্টিতে আজ মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অষ্ট্রেলিয়াকে ১০ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ক্রিকেট সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এর আগে বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে এবং দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে ৫ উইকেটে পরাজিত করে।
(সূত্র- বাসস)
কেআই//