গাজীপুরে দূরপাল্লার ৩৫টি যানবাহন আটক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:২৩ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার | আপডেট: ০১:২৫ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার
লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহন চালানো ও যাত্রী পরিবহন করার অভিযোগে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ৩৫টি দূরপাল্লার যানবাহন আটক করেছে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ।
কোনাবাড়ী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর গোলাম ফারুক জানান, গেল রাতে চেকপোস্ট বসিয়ে এসব গাড়ি আটক করা হয়।
এসব দূরপাল্লার গাড়িতে উত্তরবঙ্গ হতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীভর্তি করে চন্দ্রাতে আসে বাসের চালক ও হেলপাররা। যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে।
আটকের পর এসব যাত্রীবাহী দূরপাল্লার গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেয় হাইওয়ে পুলিশ।
এএইচ/