ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২১ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চান্দুরা ডাকবাংলো ও উপজেলার খাদুরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের উজ্জ্বল মিয়া-(১৮) ও একই গ্রামের রহমত আলী ওরফে মতি মিয়া।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, গত শুক্রবার বিকেলে ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের ৮ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষনের শিকার হয়। ওই ঘটনায় শুক্রবার রাতে ওই শিশুর পিতা থানায় মামলা দিলে শনিবার দুপুরে দুই ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কেআই//