ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামে নানা কর্মসূচি পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উদ্যোগে পুষ্প মাল্যদান, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার (৮ আগস্ট) সকাল ৯টায় দলীয় অফিসে জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি চাষি এম এ করিম, সাইদ হাসান লোবান, আন্রহাম লিংকন, আকবর আলী, আ ন ম ওবায়দুর রহমান, জিল্লুর রহমান টিটু, ফজলে নুর তানু, মোস্তাফিজার রহমান সাজু, আবুল কালাম আজাদ, রাসেদুজ্জামান বাবু, মামুনুর রশীদ, সাজেদুল ইসলাম রাজু শিকদার, শ্যামল ভৌমিক।

এছাড়া আরও বক্তব্য রাখেন মওদুদ সুজন, রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব, মাহফুজ রহমান, যুবলীগ নেতা আনিছুর রহমান চাঁদ, মমিনুর রহমান মুমিন, ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আলামিন লিংকন প্রমুখ।

পরে জেলা কৃষক লীগের উদ্যোগে কলেজ মোর এলাকায় বৃক্ষ রোপণ ও বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়। এসময় কৃষক লীগের আহবায়ক উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এএইচ/