ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নোয়াখালীতে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৮৮

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সেনবাগে দুইজন, হাতিয়া ও চাটখিলে একজন করে। এছাড়া শহীদ ভুলু স্টেডিয়ামে ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১ জন মারা যায়। জেলায় নতুন করে আরও ১৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৪ শতাংশ। যা গত কয়েক মাসের তুলনায় কিছুটা কম। 

রোববার (৮ আগস্ট) দুপুরে করোনায় শনাক্ত ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ। 

কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত কোভিড হাসপাতালে একজন নারী রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। যার মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। বর্তমানে হাসপাতালে ৩০ জন পুরুষ ও ৬৫ জন নারীসহ মোট ৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ২০ জন রোগির অবস্থা সংকাটাপন্ন, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ২০৩ জন, যার মধ্যে বেগমগঞ্জে সবচেয়ে বেশি ৬৩ জন। গত ২৪ ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৬৩২টি নমুনা পরীক্ষায় ১৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

আক্রান্তদের মধ্যে সোনাইমুড়ীতে ৫৮, সদরে ৪৬, সেনবাগে ৩২, বেগমগঞ্জে ২৫ ও চাটখিলে ১৯ জনসহ বিভিন্ন উপজেলার রোগী রয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৭ হাজার ৩২৯ জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ১১ হাজার ৫৭৭ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫৪৯ জন রোগী। 

এএইচ/