বিয়ের যাত্রায় বজ্রপাত, বরসহ নিহত ১৬ আহত ৬
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪০ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার | আপডেট: ০৩:১১ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইউনিয়নের দক্ষিণ পাঁকা এলাকায় ২১ জনের একটি বরযাত্রী দল নৌকা যোগে বিয়ে করতে যাচ্ছিল। পদ্মা নদীতে তারা বৃষ্টির কবলে পড়লে নদীর ধারে একটি টিনের ছাউনীর নিচে আশ্রয় নেয়। এ সময় ছাউনীর উপর বজ্রপাত হলে ঘটনাস্থলে বরসহ ১৬ জন মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৬ জন।
আজ বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকা থেকে ২১ জনের একটি বরযাত্রী দল নৌকা যোগে বিয়ে করতে যাচ্ছিল পাশের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে। পদ্মা নদীর নৌকা থেকে নেমে তারা বৃষ্টির কবলে পড়লে নদীর ধারে একটি টিনের ছাউনীর নিচে আশ্রয় নেয়। এ সময় ছাউনীর উপর বজ্রপাত হলে ঘটনাস্থলে বরসহ ১৬ জন মৃত্যুবরণ করেন। আহত হয়েছেন আরও ৬ জন।
আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন বলে জানান ইউএনও সাকিব-আল-রাব্বী।
এএইচ/এসএ