গাজীপুরে ৫ লাখ করোনা টিকা প্রয়োগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৬ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার
গাজীপুরে চলছে করোনা ভ্যাকসিন প্রয়োগের তৃতীয় দিন। সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে এ টিকা দেয়া হয়।
সোমবার (৯ আগস্ট) সকালে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে এ পর্যন্ত ৫ লাখ করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এ জেলায় ভ্যাকসিন এসেছে সাড়ে ৫ লাখ।
ইউনিয়ন পর্যায়ে ৪৪টি কেন্দ্রের ১৩২টি বুথে এবং গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি কেন্দ্রে ১০২টি বুথে এই করোনা টিকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
ইউনিয়ন পর্যায়ে চীনের সিনোফার্মা এবং মহানগরে আমেরিকার মডার্না কোম্পানীর টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে টিকাদান ক্যাম্পেইন চলছে।
এএইচ/