ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

গিনেস বুকে স্থান করায় রাসেলকে সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার | আপডেট: ১০:০৭ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

স্কিপিং রোপে দুটি ক্ষেত্রে ওয়ার্ল্ড রেকর্ড করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়ায় ঠাকুরগাঁওয়ের কৃতি খেলোয়াড় রাসেল ইসলামকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। 

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ অন্যান্যরা।

এসময় জেলা প্রশাসক রাসেলকে নিয়মিত অনুশীলন চালিয়ে আগামীতে দেশিয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য তাকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন।
   
জেলা প্রশাসন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকার একটি চেক রাসেল ইসলামের হাতে তুলে দেয়া হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার নিভৃতপল্লী হরিহরপুর সিরাজ পাড়া গ্রামের দরিদ্র কৃষক বজলুর রহমানের ছেলে রাসেল ইসলাম। সে শিবগঞ্জ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। রাসেল এক পায়ে ৩০ সেকেন্ডে একটানা ১৪৫ বার এবং ১ মিনিটে ২৫৮ বার দড়ি লাফিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জায়গা করে দেশের সম্মান অর্জন করেছে।
কেআই//