কবর খুঁড়ে কঙ্কাল চুরি, দুটি মাথার খুলিসহ যুবক আটক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১০ আগস্ট ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ১০ আগস্ট ২০২১ মঙ্গলবার
মাথার খুলিসহ কঙ্কালের বিভিন্ন অংশ
কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় দুই যুবক পালিয়ে গেলেও কঙ্কাল ও খুলিসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ (১০ আগস্ট) ভোরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ীর পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম জাকির হোসেন, সে সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের মো: কাশেম আলীর ছেলে বলেই জানা যায়। পালিয়ে যাওয়া রাজন ও মজনু তারই দুই সহযোগী। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামে বাসা ভাড়া করে থাকত।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। পরে তাদের ব্যাগে কি আছে- জানতে চাওয়াতে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় জাকির হোসেনকে আটক করা গেলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জাকির হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএস//