দৌলতদিয়ায় ৭ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১২:০৮ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে এই রুটে। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।
বুধবার (১১ আগস্ট) সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৭ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় রয়েছে কয়েক শত যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী পরিবহনের চাপ আরও বাড়বে বলে মনে করছেন ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, নদীতে তীব্র স্রোতের কারণে ফেরির ধীরগতিতে চলা ও লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এএইচ/