রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি রুটে গাড়ী চলাচল এখনো চালু হয়নি
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৫ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৫:০৮ পিএম, ২৫ জুন ২০১৭ রবিবার
পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হালকা যানবাহন চললেও অভ্যন্তরীণ রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি রুটে গাড়ী চলাচল এখনো চালু হয়নি। ফলে এ রাস্তায় যাতায়াতকারীদের পরতে হচ্ছে চরম দুর্ভোগে। সড়ক ও জনপথ বিভাগ জানায় মেরামত চলছে। আরও কিছুদিন সময় লাগবে।
রাস্তা ভাঙ্গা। গাড়ী চলে না। বাধ্য হয়ে তাই রোগীকে কাধে করে নিয়ে চলছেন স্বজনেরা। এ চিত্র রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের।
গেল ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় এ সড়কের কমপক্ষে ২০ থেকে ২৫টি স্থানে ভেঙ্গে যায়। ফলে রাস্তা না থাকায় পায়ে হেটে গন্তব্যস্থলে যেতে হচ্ছে স্থানীয়দের। এতে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন শিশু রোগী ও বয়স্করা।
এদিকে গেল বৃহস্পতিবার থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। পুরোপুরি যানবাহন চলাচল শুরু হতে আরো কয়েক দিন লাগবে বলে জানায় সংলিষ্ট কর্তৃপক্ষ।
দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের দাবী ভুক্তভোগীদের।