শোক দিবসে সম্প্রীতি বাংলাদেশের ‘বহুমাত্রিক পিতা’ শােক ও শ্রদ্ধায় স্মরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার | আপডেট: ০৮:৩৩ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস ২০২১ পালন উপলক্ষে শোক ও শ্রদ্ধায় স্মরণে ‘বহুমাত্রিক পিতা’ শিরোনামে বিশেষ সম্প্রীতি সংলাপ অনলাইনে অনুষ্ঠিত হবে।
রোববার (১৫ আগস্ট) রাত ৯টায় ভার্চ্যুয়ালি সম্প্রীতি বাংলাদেশের এ আলোচনা সভা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে টেলিভিশনের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়। অনলাইন এ আলোচনায় সূচনা বক্তব্য প্রদান করবেন সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
আলোচনায় সম্মানীয় আলােচক হিসেবে উপস্থিত থাকবেন আরমা দত্ত, এম.পি, ইউজিসির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ােমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এর পরিচালক আ.ব. ম. ফারুক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিধান চন্দ্র দাস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন মাতিন।
সম্প্রীতি বাংলাদেশের এবারের সম্প্রীতি সংলাপটি ৮৫তম। এ অনুষ্ঠানটি সম্প্রীতি বাংলাদেশ এর ফেসবুক পেজ এ রাত ৯টায় লাইভ প্রচারিত হবে- https://www.facebook.com/sampritee.bangladesh/ এবং একুশে টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এ- https://www.facebook.com/Ekushey24online সরাসরি প্রচারিত হবে।
এসি