ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

তীব্র স্রোতে দৌলতদিয়ার ৫ ও ৭নং ফেরি ঘাটে ভাঙ্গন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার

রাজবাড়ীতে পদ্মা নদীতে অব্যাহত পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাটের বাম পাশে ও ৭নং ঘাট এলাকার ডাউনে এবং লঞ্চঘাট এলাকার ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গনে বালু ভর্তি জিও ব্যাগের বস্তাগুলো নদীতে বিলীন হচ্ছে।

স্থানীয়রা জানান, বার বার ভাঙ্গনের কারণে দৌলতদিয়া ঘাট এলাকা সংকুচিত হয়ে গেছে। এখানে বসবাসরত মানুষ একাধিকবার ভাঙ্গনে দিশেহারা। বালুভর্তি বস্তা ফেলে ভাঙ্গন রোধ করতে অনুরোধ জানান তারা।

এদিকে পদ্মার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধির কারণে নতুন নতুন এলাকা ও ফসলী জমি প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধি, তীব্র স্রোতে অব্যাহত ভাঙ্গনে ফেরি ঘাট হুমকিতে পরেছে।

গত মাসের শেষে লঞ্চঘাটসহ ৭টি ফেরি ঘাটেই ভাঙ্গন দেখা দেয়। এতে লঞ্চ ঘাট এবং এখানে বসবাসরত ৩০টিরও বেশি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে আতঙ্কে বসবাস করছেন পদ্মার পারে বসবাসরত এলাকাবাসী। ভাঙ্গনের হুমকিতে পরেছে ফেরিঘাট এলাকা।

দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে আজ পদ্মার পানি ৬ সে.মি বেড়ে ৮.৩৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এএইচ/