ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আফগান অন্তর্বর্তী সরকার প্রধান হতে পারেন জালালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১৫ আগস্ট ২০২১ রবিবার

আলি আহমেদ জালালি

আলি আহমেদ জালালি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করেছেন। তালেবানের হাতে ইতিমধ্যেই ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওই পর্ব চলাকালীন সে দেশে সরকার চালাবেন প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী আলি আহমেদ জালালি। অর্থাৎ, ওই আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন তিনিই।

কাবুলে জন্মগ্রহণ করলেও ১৯৮৭ সাল পর্যন্ত আমেরিকার নাগরিক ছিলেন জালালি। ২০০৩ সালে ফিরে এসেছিলেন স্বদেশে। সেই সময়েও আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। ওই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ২০০৪ সালে নতুন সরকার গঠনের পর আবারর দায়িত্ব পান জালালি।

মাত্র এক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালেবানের হাতে চলে যাওয়া নিয়ে সম্প্রতি একটি টুইট করেছিলেন জালালি। লিখেছিলেন, ‘দুর্বল নেতৃত্ব এবং রণকৌশলের অভাবের কারণে আফগান সেনাকে আজ এই মূল্য চোকাতে হল। এক সপ্তাহের মধ্যে দেশের এক-তৃতীয়াংশ প্রাদেশিক রাজধানী বেদখল হওয়া আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড় করায়।’

রবিবার সকাল পর্যন্ত দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ২৬টিই দখল করে ফেলেছিল তালেবান। বিগত দু’দিনে একে একে হেরাট, আয়বাক, গজনি, কান্দাহর, তালিকান, কুন্দুজ দখল করে তারা। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তালেবান। রবিবার সকালে দক্ষিণের জালালাবাদে ওড়ে তালেবান পতাকা। তার পর বিনা যুদ্ধে দুপুরের মধ্যেই কাবুল দখল নেয় তালেবান।

এসি