ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

রূপগঞ্জে প্রাইভেট কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৩ এএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

মর্গে নিহতদের লাশ। ছবি: একুশে টেলিভিশন

মর্গে নিহতদের লাশ। ছবি: একুশে টেলিভিশন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

রোববার (১৫ আগস্ট) রাত একটার দিকে উপজেলার কাঞ্চন সড়কের মুন্সি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে ভূলতা থেকে কাঞ্চনের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। এসময় কাঞ্চনের দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ভূলতা পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহত তিনজন পুরুষ যাত্রী। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতদেরর পরিচয় পাওয়া যায়নি।

এএইচ/