ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (৪৫) নামে এক রিকশার যাত্রী নিহত হয়েছে। এ সময় গুরতর আহত হয়েছে শাহজাহান নামে রিকশাচালকও।
রোববার (১৫ আগস্ট) রাতে জেলা শহরের মোড়াইলের রেলক্রিসং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহাবুদ্দিন জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের মলু মিয়ার ছেলে। সে শহরের মোড়াইল এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রধান সড়ক টিএ রোডের লেভেল ক্রসিংটি গত মার্চ মাস থেকে অরক্ষিত। রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রিকশাকে ধাক্কা দেয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, শাহাবুদ্দিন শহর থেকে বাজার করে রিকশা নিয়ে মোড়াইলে যাচ্ছিলেন। এ সময় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
গুরুতর আহত রিকশাচালককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএইচ/