ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘রুটদের অলআউট করতে ৬০ ওভারই যথেষ্ট ছিল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০ এএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

জয়ের আনন্দে উদ্বেলিত টিম ইন্ডিয়া

জয়ের আনন্দে উদ্বেলিত টিম ইন্ডিয়া

লর্ডসের মাটিতে আরও একটা টেস্ট জয় করলো ভারত। পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর মনেই হয়নি যে, এ ম্যাচে রেজাল্ট হবে বা জিততে পারবেন বিরাট কোহলীরা। উল্টো ভারত ম্যাচ বাঁচাতে পারবে কিনা, সেই প্রশ্নও উঠেছিল। তবে দিনের শেষে শেষ হাসিটা হাসলেন ভারত অধিনায়কই।

দিনের ৬০টি ওভার বোলারদের হাতে দিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন কোহলি। তার এই সিদ্ধান্ত নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘‘আমাদের মনে হয়েছিল ৬০ ওভার যথেষ্ট সময় ইংল্যান্ডের দশ উইকেট তুলে নেয়ার জন্য। তবে এই জয় একেবারে আলাদা। প্রথমবার লর্ডসে খেলতে এসে মহম্মদ সিরাজ দারুণ বল করেছে। প্রথমদিকে ওদের কিছু উইকেট পেয়ে যাওয়ায় কাজটা কিছুটা সহজ হয়ে যায়। সোমবার পরের দিকে গোটা স্টেডিয়ামের সমর্থন আমাদের সঙ্গে ছিল। এতে আমাদের উৎসাহ বেড়েছে।’’

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়, স্বাধীনতা দিবসের পরের দিন ইংল্যান্ডকে হারিয়ে গর্বিত বিরাট। তিনি বলেন, ‘‘এই জয় গর্বের। স্বাধীনতা দিবসের পরদিন আমাদের এই জয় দেশবাসী ও ইংল্যান্ডে থাকা সমস্ত ভারতবাসীকে উৎসর্গ করলাম।’’

পঞ্চম দিনের শুরুতে ঋষভ পন্ট আউট হওয়ার পর দলের ব্যাটিং এগিয়ে নিয়ে যান মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরাহ। অর্ধশত রান করেন শামি। ম্যাচের শেষে দলের পেসারদের ব্যাটিংয়ের প্রশংসা করে বিরাট বলেন, ‘‘আমাদের নীচের দিকের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করছে। অনেকটা সময় ব্যাটিং কোচের তত্ত্বাবধানে কাটিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। দ্বিতীয় ইনিংসে শামি আর বুমরাহ দারুণ ব্যাট করেছে।’’

ইংল্যান্ডকে মাত্র ১২০ রানে গুটিয়ে দিয়ে ১৫১ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেলেও আত্মতুষ্ট হতে নারাজ ভারত অধিনায়ক। আরও তিনটি ম্যাচ রয়েছে। সেখানেও দাপট বজায় রাখতে চান বিরাট। তিনি বলেন, ‘‘আরও তিনটি টেস্ট বাকি রয়েছে। আমাদের বসে থাকলে চলবে না।’’

এনএস//