ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পদ্মায় বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত, বসতি প্লাবিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

প্রতিদিনই পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ পদ্মার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সীমার ৮.৬৫ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে পদ্মায় প্রচণ্ড স্রোত দেখা দিয়েছে। এদিকে এলাকার ফসলী জমি তলিয়ে গেছে এবং নীচু বসতির চারপাশ প্লাবিত হয়েছে। 

নষ্ট হচ্ছে পাট, ধান, সবজিসহ নানা ধরনের ফসল। সেই সঙ্গে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট আর নানা ধরনের রোগ বালাই। স্রোতের তীব্রতায় নৌযান চলাচল বাঁধাগ্রস্ত হচ্ছে। জেলার নতুন নতুন এলাকা পানিতে প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে ২৫টি গ্রামে নিচু এলাকা।

গবাদি পশুর খাবার সংকটের পাশাপাশি মানুষের চলাচলে নানা দুর্ভোগ এখন নিত্যসঙ্গী। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখানকার মানুষদের নৌকায় যাতায়াত করতে হচ্ছে। পানিতে অধিকাংশ এলাকার আবাদী ধান নষ্ট হয়েছে। দেখা দিয়েছে সাপের উপদ্রব।

এএইচ/