বার্সেলোনার ঋণের বোঝা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার
করোনা মহামারীতে ক্লাবের আর্থিক সমস্যাকে ‘নাটকীয়’ হিসেবে উল্লেখ করে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন সমস্যাটা এতটাই প্রকট হয়ে উঠেছে যে বাধ্য হয়েই তাদেরকে লিওনেল মেসিকে ছেড়ে দিতে হয়েছে। এসময় তিনি বলেন, ইতোমধ্যেই ক্লাবের ঋণের বোঝা ১.৩৫ বিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকেছে, যার হিসাব ইতোমধ্যেই লা লিগা কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। অন্যান্য ক্লাবের তুলনায় এই অঙ্ক ২৫ থেকে ৩০ শতাংশ বেশী বলেও লাপোর্তা জানিয়েছেন।
ক্যাম্প ন্যু’তে অনুষ্ঠিত প্রায় দুই ঘন্টার এক সংবাদ সম্মেলনে লাপোর্তা এই বিষয়গুলো সকলকে অবহিত করেন। এসময় তিনি বলেন, ‘ক্লাবের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে আমরা খুবই শঙ্কিত। পুরোপুরি নাটকীয়তায় মোড় নিয়েছে পুরো বিষয়টি। আমরা সবাই যথাসাধ্য সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আশা করছি আগামী দুই বছরের মধ্যে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো।’
বার্সার বর্তমান আর্থিক অবস্থার কথাও জানিয়েছেন লাপোর্তা, ৪৮ কোটি ১০ লাখ ইউরো লোকসানে আছে ক্লাব। ৬৩ কোটি ১০ লাখ ইউরো আয়ের বিপরীতে খরচ ১১৩ কোটি ৬০ লাখ ইউরো। এই অঙ্ক লা লিগার কাছে উপস্থাপন করা হয়েছে।
কোভিড মহামারির কারণে বার্সা ৯ কোটি ১০ লাখ ইউরো আয় থেকে বঞ্চিত হয়েছে বলেও জানান লাপোর্তা। আজকের দিন পর্যন্ত বার্সার মোট ঋণের পরিমাণ ১৩৫ কোটি ইউরো। লাপোর্তা বলেন, ‘আমাদের ঋণ এবং আমাদের কাছে অন্যদের ঋণের মধ্যে পার্থক্য ৫৫ কোটি ১০ লাখ ইউরো যা অনেক বড় অঙ্ক।’
মেসির চলে যাওয়া প্রসঙ্গে লাপোর্তা বলেন উভয় পক্ষই একটি সুষ্ঠ সমাধানের জন্য চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে আসেনি। বিষয়টি উভয়ের জন্যই হতাশাজনক। লাপোর্তা বলেন, ‘আমি তাকে বার্সেলোনায় দেখতে বেশী পছন্দ করতাম। যদিও শেষ পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি। পিএসজিতে আমি তাকে শুভকামনা জানাচ্ছি। আমি চাই সে খুশী হোক যা তার প্রাপ্য। এই মুহূর্ত থেকে আমরা একে অপরের প্রতিপক্ষ। বার্সার সকল সমর্থকের মতই আমার মধ্যেও তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে।
রোববার মেসিকে ছাড়াই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে ৪-২ গোলের জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। লাপোর্তা বলেন, ‘সব খেলোয়াড়ই আগের থেকে অনেক বেশী উদ্যমী হয়ে মাঠে নেমেছে। রোববার প্রমাণ হয়েছে বার্সা সমর্থকরা ভাল ফুটবল দেখার জন্য কতটা ক্ষুধার্ত।
আমাদের নতুন যুগ শুরু হয়েছে। এর জটিলতা হয়ত খুব একটা দীর্ঘায়িত হবে না। অচিরেই আমরা এটা কাটিযে উঠে সুফল ভোগ করবো। মেসি যেভাবে বার্সায় এসেছিল ঠিক সেভাবেই আমরা তরুণদের নিয়ে কাজ করবো।’
এসএ/