ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

আমরা বিশ বছর আগের তালেবান নই: মুখপাত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২ এএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

তালেবানের প্রথম সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘বিশ বছর আগেও আমাদের দেশ মুসলিম রাষ্ট্র ছিল। আজও আছে। কিন্তু অভিজ্ঞতা, পরিপক্কতা এবং দৃষ্টিভঙ্গির বিচারে বিশ বছর আগের তালেবানের সাথে আজকের তালেবানের বিশাল তফাত রয়েছে। এ খবর বিবিসি’র।

‘আমরা এখন যেসব পদক্ষেপ নেব তার সাথে সে সময়কার তফা রয়েছে। এটা বিবর্তনের ফসল’ বলে উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ। মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে একথা বলেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

আফগানিস্তান কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘাঁটি হবে না

আফগানিস্তান আল-কায়দা যোদ্ধাদের আশ্রয়স্থল হয়ে ওঠার ঝুঁকি আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নে মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘাঁটি হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার হবে না।’

তালেবান নিয়ন্ত্রিত এলাকায় অপহরণ ও হত্যার ঘটনার খবর প্রসঙ্গে তালেবান মুখপাত্র বলেন, ‘সারাদেশে পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে। কেউ কাউকে অপহরণ করতে পারবে না। প্রত্যেকদিন আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করব।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না কেউ দেশ ছেড়ে যাক। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কোনরকম শত্রুতা বা প্রতিশোধ নেয়া হবে না।’

যারা বিদেশিদের জন্য অনুবাদকের কাজ করছেন বা বিদেশিদের সাথে চুক্তিতে কাজ করছেন তাদের প্রতি ভবিষ্যত আচরণ কি হবে এমন প্রশ্নে মুজাহিদ বলেন, ‘কারোর প্রতি প্রতিশোধ নেয়া হবে না। যারা এদেশে বড় হয়ে উঠেছেন তারা এদেশেরই সন্তান। আমরা চাই না তারা চলে যাক। তারা আমাদের সম্পদ।’

‘কেউ কারোর বাসার দরজায় টোকা মেরে জিজ্ঞেস করবে না ‘আপনি কাদের সাথে কাজ করতেন?’ তারা নিরাপদ থাকবে। কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না, কাউকে হয়রানি করা হবে না’ এই আশ্বাস দেন তালেবান মুখপাত্র।

কাঠামোর মধ্যে থেকে নারীরা কাজ করতে পারবেন

নারীর অধিকারের প্রশ্নে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে বলেন, আমরা নারীদের বাইরে কাজ করার এবং পড়াশোনার অনুমতি দেব, তবে সেটা হতে হবে আমাদের কাঠামোর মধ্যে। আমাদের সমাজে নারীরা খুবই সক্রিয় থাকবেন, সেটা আমাদের কাঠামো ও ব্যবস্থার মধ্যে থেকে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি আশ্বস্ত করতে চাই যে কারোর ক্ষতি করা হবে না বলেন তিনি।

মুজাহিদ বলেন, আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী চলার অধিকার আমাদের আছে। অন্য দেশের অন্য দৃষ্টিভঙ্গি, ভিন্ন নিয়ম, ভিন্ন বিধান থাকবে... আফগানদের মূল্যবোধের নিরীখে তাদের নিজস্ব আইন এবং বিধান আছে।
শরিয়া আইনের অধীনে নারীর অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলেন তিনি।

ইসলামী মূল্যবোধের পরিপন্থী কিছুই প্রচার করা যাবে না

তালেবান মুখপাত্র বলেছেন, বেসরকারি সংবাদ মাধ্যমকে তালেবান প্রশাসনের অধীনে কাজ করতে হবে। আমরা চাইব আমাদের সাংস্কৃতিক কাঠামোর মধ্যে থেকে মিডিয়া কাজ করবে। বেসরকারি মিডিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। তবে মিডিয়ায় ইসলামী মূল্যবোধের পরিপন্থী কিছুই প্রচার করা যাবে না।

মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের যেখানে ঘাটতি থাকবে, দেশের কল্যাণে সেই ঘাটতি আপনারা পূরণ করবেন। কিন্তু মিডিয়াকে আমাদের বিরুদ্ধে কাজ করতে দেয়া হবে না। সংবাদমাধ্যম দেশ ও জাতির ঐক্যের লক্ষ্যে কাজ করবে।’

এএইচ/