ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

আশরাফ ঘানির আশ্রয় মিলল আরব আমিরাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার | আপডেট: ০৮:৪১ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি তিন দিন আগে দেশ ছেড়ে পালিয়েছেন। তারপর আর খবর মেলেনি তার। এ বার জানা গেল, সংযুক্ত আরব আমিরাতে পরিবারসহ আশ্রয় নিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। মানবাধিকার তাগিদে তাকে আশ্রয় দিয়েছে সে দেশের সরকার।

বুধবার সন্ধ্যায় আমিরশাহির পররাষ্ট্রমন্ত্রী ঘানিকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করে। লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ মানবিকতার তাগিদে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তার পরিবারকে আশ্রয় দিয়েছে।’

রবিবার তালেবান কাবুল দখল করার পরই দেশ ছেড়ে চলে যান ঘানি। প্রথমে শোনা যায়, তাজিকিস্তানে আশ্রয় নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু সে দেশের সরকার তাকে ফিরিয়ে দেয়। এর পর ঘানি ওমানে রয়েছেন বলেও খবর মেলে। শেষ মেশ জানা গেল, সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন তিনি।

এসি