ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কোহলিকে টেন্ডুলকারের পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

টেস্টে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে প্রায় দু’বছর আগে শতরানের দেখা পান তিনি। তবে কোহলিকে রানে ফেরার টোটকা দিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডলকার। তার মতে, শরীরের সাথে মনের যোগাযোগ ঠিকঠাক থাকলেই রানে ফেরা সম্ভব হবে কোহলির। 

২০১৯ সালের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর ১৭ ইনিংসে সেঞ্চুরিহীন তিনি। চলমান ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে কোহলির রান ০, ৪২ ও ২০। অথচ, ২০১৮ সালে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের ১০ ইনিংসে কোহলির রান ছিলো ৫৯৩। কিন্তু বর্তমান ফর্মটা মোটেও কোহলির পক্ষে কথা বলছে না। তাই কোহলিকে রানে ফেরার পরামর্শ দিলেন টেন্ডুলকার। 

টেন্ডুলকার বলেন, ‘কোহলির শুরুটা ভাল হচ্ছে না। মানসিক দিক থেকে পিছিয়ে থাকার কারণেই টেকনিকে ভুল হচ্ছে। যদি শুরুটা ভাল না হয়, তখন মনের মধ্যে অনেক চিন্তা আসে। সেই অতিরিক্ত চিন্তার কারণেই বাকি দিকগুলির কথা খেয়াল থাকে না ব্যাটসম্যানদের। কোহলিরও একই অবস্থা।’

টেন্ডুলকার আর বলেন, ‘ব্যাটসম্যান ভাল ছন্দে না থাকলে, আড়াআড়ি শট খেলে অথবা তার পায়ের নড়াচড়া হয় না। এটা সবার ক্ষেত্রেই হয়। মনের অবস্থা কি রকম তার উপর ছন্দ নির্ভর করে। শরীরের সাথে মনের যোগাযোগ সঠিক থাকলেই রানে ফেরা সম্ভব হবে কোহলির।’

এই ইংল্যান্ড সফরেই বড় রানে ফিরবেন কোহলি, এমনই প্রত্যাশা টেন্ডুলকারের।
এসএ/