ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নাগরপুরে ট্রাক্টর চাপায় কিশোর নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টরের চাপায় সোহেল (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার গয়হাটা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোর সোহেল ওই গ্রামের মুক্তার ফকিরের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দেওআকুটিয়া গ্রামের হাশেম মিয়ার ছেলে নবীন ট্রাক্টর নিয়ে গয়হাটার চাঁন মিয়ার জমিতে হাল চাষ করতে যায়। পাশে দাঁড়িয়ে হালচাষ দেখছিল সোহেল। এ সময় সোহেল চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে ট্রাক্টরের ফলায় জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় নাগরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এএইচ/