জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। প্রেসক্লাব ছাড়াও জাহিদুজ্জামান ফারুক ছিলেন অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য। সাংবাদিকতা–জীবনের দীর্ঘ সময় তিনি ইত্তেফাকে কাজ করেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহে শ্রদ্ধা জানানো হবে। এরপর নিকুঞ্জে বাদ এশা জানাজা শেষে দাফন করা হবে।
আরকে//