ইরানে করোনায় ১ লাখেরও বেশি মানুষের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২২ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ইরানে করোনায় মৃত্যু থামছেনা। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এরমধ্যে করোনায় প্রাণহানির সংখ্যা বৃহস্পতিবার এক লাখ ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। যদিও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ইরানে কঠোর নিষেধাজ্ঞা বহাল আছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ২৬৬ করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ৫৬৪ জন।
মহামারি শুরুর পর দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ৮৭ হাজার ৬৮৩ জন। মারা গেছে এক লাখ ২৫৫ জন।
এসি