এখন থেকে ১৮ বছর বয়সীরাও নিতে পারবেন টিকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০১ এএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার
এবার করোনাভাইরাসের টিকা নিতে পারবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও। এ জন্য সুরক্ষা সাইটে আনা হয়েছে পরিবর্তন। ইতিমধ্যে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের টিকা নিবন্ধনের অপশন যোগ করা হয়েছে সুরক্ষা সাইটে। এর আগে টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছিল সরকার।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যাপারে নির্দেশনা রয়েছে। তাই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এ লক্ষ্যেই সুরক্ষায় তাদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।
আগের সিদ্ধান্ত অনুয়ায়ী ২৫ বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন। শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে।
দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার।
এসএ/