ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

টাঙ্গাইলে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার

টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হচ্ছে- দেলদুয়ার উপজেলার এলাসিন সানবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত জুলহাস শিকদারের ছেলে নাছিম শিকদার (৩২), বাবলু মিয়ার ছেলে পারভেজ (২৮) ও মোঃ কাশেম এর ছেলে আক্কাস (২২)। 

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, গতকাল রাত ১১টার দিকে দেলদুয়ার থানার এলাসিন ইউনিয়নের সানবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনায় মৃত নাছিম শিকদারের মুদি দোকানের ভিতর তিনজন বিষাক্ত মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে নাছিম শিকদার ও পারভেজ মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর মোঃ আক্কাস মারা যায়। 

এ ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা জনাতে পারে যে, মৃত ব্যক্তিরা বিষাক্ত অ্যালকোহল যুক্ত মদ পান করে মারা গিয়েছে। এ ব্যাপারে দেলদুয়ার থানায় আজ শুক্রবার অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনএস//