ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার উপরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার

গত কয়েক দিন ধরে রাজবাড়ীর পদ্মার পানি বেড়ে চলেছে। এর ফলে জেলার পাংশার সেনগ্রাম, সদরের মহেন্দ্রপুর ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজস্টেশন পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘন্টায় সেনগ্রাম পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৭, মহন্দ্রেপুরে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪ ও দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর রয়েছে।

এতে করে বাঁধের বাইরে থাকা কিছু কিছু স্থান ও নিম্ন চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। ফলে জেলার বিভিন্নস্থানে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এবং নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে পদ্মাপাড়ের মানুষের মধ্যে। 

জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, বন্যার সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে।
কেআই//