রাজবাড়ীর পদ্মা পাড়ের ৩০ গ্রামের মানুষ পানিবন্দি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার
পদ্মায় প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ী জেলার ৪ উপজেলার প্রায় ৩০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাঁধের বাহিরের হাজার হাজার মানুষ দুর্ভোগে বসবাস করছেন। বাড়িঘরের চারপাশ এখন পানিতে প্লাবিত।
বন্যাকবলিত এসব মানুষ যাতায়াতসহ নানা দুর্ভোগে রয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় নৌকাই এখন তাদের প্রধান বাহন। এসব অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব, দেখা দিয়েছে পানিবাহিত রোগ। গবাদি পশুর খাবারের সংকট রয়েছে এসব প্লাবিত এলাকায়।
গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৭ সে.মি বেড়ে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সিমার ৯.০৬ মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপদ সীমা অতিক্রম করে ৪১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
জেলার ৫ উপজেলার মধ্যে ৪টি উপজেলাই পদ্মার তীরে অবস্থিত। একারণে এ চার উপজেলার নিচু এলাকায় বসবাসরত প্রায় ৩০টিরও বেশি গ্রামের কয়েক হাজার মানুষ এখন পানি বন্দি হয়ে জীবন কাটাচ্ছে। প্রতিদিন পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাও। এনিয়ে দুশ্চিতায় রয়েছে এলাকার মানুষ।
এএইচ/