বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৫
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষক পাচারকালে নারীসহ ৫ জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। নগরীর কোতায়ালি মডেল থানার ধান গবেষণা খেয়াঘাট এলাকার এ ওয়ান ফিডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে তক্ষক ছাড়াও আসামিদের কাছ থেকে বন্যপ্রাণী চোরাচালান কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টায় ১শ’ ৮০ গ্রাম ওজনের বিরল প্রজাতির ওই তক্ষকটি উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- ঝালকাঠীর রাজাপুর উপজেলার গালুয়া এলাকার মৃত মোক্তার আলনী হাওলাদারের ছেলে মোঃ ছালেক হাওলাদার (৫৫), নগরীর আঃ খালেকের ভাড়াটিয়া ও মৃত নওশের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৬০), নগরীর শিকদারপাড়া এলাকার আবুল কালাম দুরানীর ছেলে নিজাম উদ্দিন দুরানী (৩৪), এয়ারপোর্ট থানার চৌহুতপুর এলাকার মৃত মালেক আকনের ছেলে সুমন আকন (৩২) ও নগরীর ধানগবেষণা এলাকার স্বপন মিয়ার ভারাটিয়া আঃ রাজ্জাকের স্ত্রী মোসা: হনুফা বেগম (২৫)কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত তক্ষক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এএইচ/