ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জ্যামাইকায় জমে উঠেছে শেষ দিনের নাটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭ এএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৯:১১ এএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার

ক্যারিয়ার সেরা বোলিং করা শাহীন আফ্রিদিকে উৎসাহ দিচ্ছেন সতীর্থরা

ক্যারিয়ার সেরা বোলিং করা শাহীন আফ্রিদিকে উৎসাহ দিচ্ছেন সতীর্থরা

শাহীন শাহ আফ্রিদির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানে অলআউট করে ৩২৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। যাতে জমে উঠেছে জ্যামাইকা টেস্ট, শেষ দিনের নাটকে কে হাসেন সেটাই এখন দেখার অপেক্ষা। দলটির পক্ষে একাই ৬টি উইকেট নিয়েছেন জুনিয়র আফ্রিদি।

সাবিনা পার্কে প্রথম ইনিংসে ৩০২ রানের পর দ্বিতীয় ইনিংসেও ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে ৩২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। ফলে শেষ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮০ রান, আর পাকিস্তানের প্রয়োজন ৯টি উইকেট।

৩৯ রানে ৩ উইকেট নিয়ে চতুর্থ দিনে (সোমবার) ব্যাটিং করতে নেমে শাহীন তোপে শুরুতেই আলজারি জোসেফকে হারায় উইন্ডিজ। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড। বোনারকে আউট করে এই জুটি ভাঙেন মোহাম্মদ আব্বাস। পরেই বলেই কাইল মেয়ার্সকেও শিকার করেন ডানহাতি এই পেসার।

পরে শাহীন আফ্রিদি তোপে ১০৫ রানে পঞ্চম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৫০ রানে। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন শাহীন। ৫১ রানের বিনিময়ে তিনি শিকার করেন ৬টি উইকেট। আব্বাস নেন ৩টি উইকেট। আর বাকী উইকেটটি নিয়েছেন ফাহিম আশরাফ। যে কারণে উইকেটশূন্য থাকেন হাসান আলী ও নোমান আলী।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন বোনার, খেলেন ১১৬টি বল। ব্ল্যাকউডের ব্যাট থেকে আসে ৫০ বলে ৩৩ রান। এছাড়া জেসন হোল্ডার করেন ৩০ বলে ২৬ রান। যাতে প্রথম ইনিংসে পাকিস্তান পায় ১৫২ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ২৭.২ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা দেয় পাকিস্তান। ইমরান বাট ৪৪ বলে ৩৭ রান, বাবর আজম ৪১ বলে ৩৩ রান, আবিদ আলি ২৩ বলে ২৯ রান ও আজহার আলি ৩০ বলে ২২ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েই নামেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম। 

পরে দিনের শেষ সেশনে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৯ রান। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের পক্ষে হোল্ডার ও জসেফ ২টি করে উইকেট লাভ করেন।

বড় লক্ষ্যের জবাবে ব্যাটিং করতে নেমে সাবধানী সূচনা করলেও ১ উইকেটে ৪৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের বোলিংয়ে উইকেট না পেলেও ৪১ বলে ২৩ রান করা কিয়েরন পাওয়েলকে রান আউট করেছেন শাহীন আফ্রিদি। 

যার ফলে কিংস্টনে জমে উঠেছে শেষ দিনের নাটক। দীর্ঘ ২১ বছরের শাপমুক্ত হতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮০ রান, আর ক্যারিবীয় দ্বীপে নিজেদের আধিপত্য ধরে রাখতে পাকিস্তানের প্রয়োজন ৯টি উইকেট। এই নাটকের শেষটাতে কে হাসেন- সেটাই এখন দেখার অপেক্ষা।

এনএস//