ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দুই বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত ১৩

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বিআরটিসি-বিএমএফ ও প্রাইভেটকারের ত্রিমূখী সংঘর্ষে গুরুতর আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। এ ঘটনায় মহাসড়কে তিন কিলোমিটার জুড়ে তীব্র জানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে গাইনেরপাড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এদিকে, দুর্ঘটনা কবলিত গাড়ী মহাসড়ক থেকে অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এএইচ/