ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার

ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এ চেয়ারম্যান দীঘি এলাকার লেকের পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন একই পরিবারের।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ভাসাচরের ৫৪ নং ক্লাস্টারের বি-৯/১০ নাম্বার কক্ষের দলিলুর রহমানের ছেলে জামাল হোসেন (৯), তার ভাই আনিসুর রহমান (৬) ও ১১/১২ নাম্বার কক্ষের আব্দুর সবুরের ছেলে মো. হাফসা (৫)।

পুলিশ জানায়, সকালে ৫৪ নং ক্লাস্টার থেকে জামাল হোসেন, আনিসুর রহমান, হাফসা ও জুনায়েদ নামের ৪ শিশু বের হয়ে চেয়ারম্যান দীঘি এলাকায় খেলতে যায়। খেলা অবস্থায় অসাবধানতাবসত পার্শ্ববর্তী একটি লেকের পানিতে পড়ে যায় জামাল, আনিস ও হাফসা। বিষয়টি দেখতে পেয়ে জুনায়েদ (৬) দৌঁড়ে এসে বিষয়টি ক্লাস্টারে থাকা লোকজনকে জানায়। খবর পেয়ে তারা লেক থেকে ডুবন্ত অবস্থায় ৩ শিশুকে উদ্ধার করে ভাসানচর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরসত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
কেআই//