পাচারকালে ৮টি কাকাতুয়া পাখি আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার | আপডেট: ০৪:৩৬ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার
যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৮টি কাকাতুয়া পাখি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। কথা বলা এ কাকাতুয়া প্রতিটি পাখির মূল্য দেড় লাখ টাকা করে ৮টির মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২৫ আগস্ট) সকালে সীমান্ত এলাকা থেকে পাখিগুলো আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্প কমান্ডার সুবেদার মোস্তফা কামাল জানান, গোপন সংবাদে জানতে পারি একটি চোরাচালানী চক্র বাংলাদেশ থেকে কাকাতুয়া পাখি ভারতে পাচারের করার জন্য সীমান্তে জড়ো হয়েছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে পাখিগুলো আটক করা হয়।
আটক কাকাতুয়া পাখিগুলো ২১ বিজিবি ব্যাটালিয়নের খুলনা হেডকোয়াটারে পাঠানো হয়েছে। পাখিগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অফিসে হস্তান্তর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
এএইচ/