ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঢাবিতে ২৭ আগস্ট জাতীয় কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হবে

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

আগামী ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ আগস্ট সকাল  সোয়া ৭ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে এক র‌্যালি অনুষ্ঠিত হবে।  পরে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। 

সকাল সাড়ে  ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় নজরুল বিশেষজ্ঞ হিসেবে জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখবেন।

এছাড়া, জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় কোরানখানি অনুষ্ঠিত হবে।

সূত্র-বাসস
 
আরকে//