আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১২ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
আগামী শুক্রবারের মধ্যেই কাবুলে অবস্থানরত ফরাসি নাগরিক এবং দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স। প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।
আর যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ বলছে, তারা ৩১ আগস্টের মধ্যেই লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ করবে। পাশাপাশি, আবারও আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলার শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন দেশ।
জার্মান পার্লামেন্টে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা। এতে করে গত ২০ বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা ধরে রাখা সম্ভব হবে।
এদিকে, তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার এবং কাবুল বিমানবন্দরে তাদের অবস্থানের মেয়াদ আর বাড়ানো হবে না।
আরকে//