ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের পরাজয় অন্য হানাদারদের জন্যে একটি শিক্ষা : তালেবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার

আফগানিস্তানে আমেরিকার পরাজয় অন্যান্য হানাদার এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্যে একটি বড় শিক্ষা। শেষ বিদেশী সৈন্য আফগনিস্তান ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা পর তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার এ কথা বলেন।

তিনি কাবুল বিমান বন্দরের রানওয়ে থেকে আরো বলেন, ‘এটি বিশ্বের জন্যেও একটি বড় শিক্ষ।’

প্রসঙ্গত, দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সামরিক বিমানটি নিয়ে বিদায় নিয়েছে তারাপ। এর মাধ্যমে দেশটিতে আমেরিকার ২০ বছর ধরে অবস্থানের অবসান হলো।

ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সঙ্গে করে সর্বশেষ সি-১৭ বিমান কাবুল ছেড়েছে।

তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা এখনো কাবুল ত্যাগ করতে পারেননি, তাদের সহায়তা করার কূটনৈতিক মিশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে সর্বশেষ বিমানটি কাবুল ত্যাগ করার পর সেখানে তালেবানের বিজয়সূচক গুলির আওয়াজ শোনা যায়।

প্রসঙ্গত, গত ১৪ অগাস্ট কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান। সেই সময় থেকেই মূলত কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে উদ্ধার কার্যক্রম চলছিল।
এসএ/