ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

নোয়াখালীতে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার

করোনা মহামারির কারণে নোয়াখালী জেলার কর্মহীন ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক কেন্দ্রীয় সদস্য ও নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মাইনুর ইসলাম খুশনবীশ, রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলার উপ-পরিচালক এমএ করিমসহ কর্মকর্তারা। 

এসময় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের প্রতি পরিবারকে ২ হাজার ৫শ’ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

শিহাব উদ্দিন শাহীন জানান, করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই ধারাবাহিকভাবে নোয়াখালীতে কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিতায় আজ মানবিক সাহায্য হিসেবে ৩ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ হিসেবে প্রতি পরিবারকে ২ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়েছে। 

এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ/