রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আক্রান্ত তিনজন। একই সময় ওই ইউনিটেই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত পাঁচ জনের তিন জন পুরুষ ও দুই জন নারী। তাদের দুইজনের বাড়ি রাজশাহী, দুইজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজনের বাড়ি নওগাঁ।
হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ২২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪০ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৬৬ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ১৯ জন।
বৃহস্পতিবার জেলায় ৩০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৫ শতাংশ কম। এতে সংক্রমণের হার নেমেছে ১৩ দশমিক ৫৩ শতাংশে। আগের দিন বুধবার এই সংখ্যা ছিলো ১৫ দশমিক ১৮ শতাংশ।
এসবি/