সময়োপযোগী গল্প পেলে সেগুলো প্রযোজনা করবেন সকাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
শুরুতে লাইন প্রডিউসার হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে একজন সফল প্রযোজক হিসেবে সুপরিচিত তিনি। পুরো নাম মো: আসাদুজ্জামান হলেও শোবিজের সকলে তাকে সকাল নামেই চেনেন।
বিজ্ঞাপন ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাফ স্টপ ডাউন’-এ প্রযোজক হিসেবে কাজ করছেন দীর্ঘ ১৭ বছর। শুরুতে লাইন প্রডিউসার হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে একজন সফল প্রযোজক হিসেবে সুপরিচিত তিনি।
হাফ স্টপ ডাউনের বয়স এখন বিশ বছর। এই প্রতিষ্ঠানের হয়ে কাজের জার্নির বিষয়ে জানতে চাইলে মো: আসাদুজ্জামান সকাল বলেন, ২০০৪ সালের দিকের কথা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি ছিলাম নির্বাহী প্রযোজক মেহেজাবিন রেজা চৌধুরী’র সহপাঠী। তখন শুটিং স্পটে গ্রুপ স্টাডির জন্য আমরা কয়েকজন যেতাম। তখন আমার মনে আছে মডেল ও অভিনেতা অপূর্ব ‘হাফ স্টপ ডাউন’-এর প্রোডাকশনে নির্মিত ‘ল্যাবএইড হাসপাতাল’-এর একটি টিভিসিতে মডেল হিসেবে কাজ করছিলেন। তখনই প্রথম শুটিং সেট দেখা। এরপর যেতে যেতে কাজ বোঝা শুরু করি। এরপর হাফ স্টপ ডাউনে লোক নেওয়া হচ্ছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে অমিতাভ ভাইয়ের সাথে যোগাযোগ করি। এবং আমার এই অঙ্গনে কাজ করার ইন্টারেস্ট আছে, সেটাও শেয়ার করি।
তিনি আরও বলেন, প্রথমে দেড় হাজার টাকা বেতনে কাজ শুরু করি। তিন মাস পরই প্রোডাক্ট ডেভলপমেন্ট অফিসার এবং এরপর লাইন প্রডিউসার হিসেবে কাজে নতুন মাত্রা যুক্ত হয়। অমিতাভ ভাই এমন একজন মানুষ উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি। আমার জানা মতে, বাংলাদেশে সর্বপ্রথম লাইন প্রডিউসার আমি।
মো: আসাদুজ্জামান সকাল বলেন, আমি সিনেমার প্রযোজক হিসেবে কাজ করছি। আমার সহ প্রযোজনায় ‘নোনা জলের কাব্য’ সিনেমাটি ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম উৎসবসহ অনেকগুলো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এই ছবি সরকারি অনুদান পেয়েছিল ৫০ লাখ টাকা। আরও প্রায় ৭৫ লাখ টাকা এসেছিল ফরাসি প্রযোজক ইলানের মাধ্যমে। টরিনো ফিল্ম ল্যাব অডিয়েন্স ডিজাইন ফান্ড ২০২০ জিতেছে এই ছবি। এর অধীনে পরিচালক সুমিত তার চলচ্চিত্রকে বিশ্বের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য পেয়েছেন ৪৫ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ লাখ টাকার সমান।
এছাড়াও আয়নাবাজির পর অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমারও নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল। ভবিষ্যতে নতুন আরেকটি ফিচার ফিল্ম প্রযোজনা করবেন সকাল। পাশাপাশি নতুন ওয়েব ফিল্ম, শর্ট ফিল্ম ও সিনেমার জন্য তরুণ নির্মাতা অন্বেষণে আশাবাদী মোঃ আসাদুজ্জামান সকাল। তিনি নিজে ভালো সময়োপযোগী গল্প পেলে সেগুলোতে প্রযোজনা করার ইচ্ছে পোষণ করেছেন। সামনে তার প্রযোজনায় বেশকিছু সিনেমা দর্শকরা দেখতে পাবেন। যারা তরুণ মেধাবী আছেন গল্প বলতে চান, তাদের গল্প নির্মাণের জন্য প্রযোজক হিসেবে কাজ করবেন সকাল।
উল্লেখ্য, লাইন প্রডিউসার হিসেবে হাফ স্টপ ডাউনের সফল প্রতিবিম্ব আসাদুজ্জামান সকাল; ‘শাহ সিমেন্ট’, গ্রামীনফোনের ‘কই রইলা রে বন্ধু’, প্যারাসুট অ্যাডভান্সড ‘গর্জিয়াস সারাদিন’ সহ বেশকিছু টিভিসি দর্শকদের উপহার দিয়েছেন।
এসি