দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ০৮:২২ এএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টানা দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ৪ রানে জয়লাভ করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
এরআগে প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ ৭ উইকেটে জয়লাভ করে।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।
সিরিজের বাকী দিনটি ম্যাচ আগামী ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এসি