ময়মনসিংহে র্যাবের অভিযানে চার জঙ্গি আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১২ এএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চার জনকে আটক করেছে র্যাব। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার ভোর সাড়ে চারটার দিকে ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে।
র্যাব-১৪ এর অধিনায়ক মো: রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্হানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল অভিজান পরিচালনা করে। র্যাবের উপস্হিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়লে র্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। তাদের নিকট থেকে গুলিভর্তি একটি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।’
তাৎক্ষনিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।
এমএম/এসএ/