বাংলাদেশী শিক্ষার্থীদের আরও বৃত্তি দেবে হাঙ্গেরি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার
হাঙ্গেরি সরকার আগামী বছর থেকে দেশটির বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহনের জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার জেনেভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজ্জার্তো’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ তথ্য জানানো করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়।
আগামী ২০২২ সালের জানুয়ারিতে কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫) পঞ্চম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার জন্য তারা দু’জনই জেনেভায় রয়েছেন।
বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থের পাশাপাশি বহুপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন। হাঙ্গেরির কনস্যুলেট চালু করার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।
দুই পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য খাতে সহযোগিতা অন্বেষণে সম্মত হন এবং দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।
সূত্র-বাসস
আরকে//