ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

রাবিপ্রবির সিএসই বিভাগের নতুন সিদ্ধান্ত সোমবার

রাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার | আপডেট: ১০:৩৭ এএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার

করোনা পরিস্থিতিতে অনলাইনেই দুটি মিডটার্ম পরীক্ষা ইতিমধ্যে শেষ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। মিডটার্ম পরীক্ষা শেষ হলেও ফাইনাল ও পরবর্তী সেমিষ্টার শুরুর বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে সিএসই বিভাগ। 

এ নিয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) একাডেমিক কমিটির সাথে মিটিং হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় চেয়ারম্যান ধীমান শর্মা (সহকারী অধ্যাপক)।

এদিকে সিএসই বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা (সহকারী অধ্যাপক) বলেন, অনেক কিছু বিচার বিশ্লেষণ করেই এগিয়ে যেতে হচ্ছে। একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে আগাম কিছু বলা সম্ভব নয়। আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই ডিপার্টমেন্ট এগিয়ে যাবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।  

এর আগে করোনা পরিস্থিতির কারণে সমস্ত শিক্ষকবৃন্দের সর্বসম্মতিক্রমে ও একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে দুটি মিডটার্ম নিয়েছিলো সিএসই বিভাগ। 

কর্তৃপক্ষের নতুন সিদ্ধন্তের অপেক্ষায় সিএসই বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য ভালো, ফলপ্রসূ ও সময় উপযোগী সিদ্ধান্ত আসবে বলে মনে করেন তারা।

এমএম/এনএস//