ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫,   মাঘ ৯ ১৪৩১

ইউএনও’র বাসায় হামলা: বাকী ২ আসামীর জামিন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার

বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় আজ আসামী মনির ও তানভিরের জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক। এর মধ্য দিয়ে গ্রেফতার হওয়া ২৪ আসামীর সকলেরই জামিন হলো।

চিকিৎসাধীন এই দুই আসামী ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন ও ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহসান। তাদের পক্ষে আজ রোববার জামিনের আবেদন করলে আসামীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জামানতনামা ও বরিশাল বারের সভাপতি ও আসামী পক্ষের আইনজীবী তালুকদার মোঃ ইউনুসের জিম্মায় এই জামিন মঞ্জুর করেন বিচারক মোঃ মাসুম বিল্লাহ। 

জামিনের সময়সীমা পুলিশের প্রতিবেদন দাখিল পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত ২৫ আগস্ট ১০ জন এবং ২ সেপ্টেম্বর ১২ আসামীর জামিন মনঞ্জুর করে আদালত।

গত ১৮ আগস্ট পুলিশ-আওয়ামী লীগ সংঘর্ষ ও ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় আনসারদের গুলিতে অর্ধ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। দুই মামলায় নামে ও বেনামে ছয় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছিল। এর মধ্যে বিভিন্ন স্থান থেকে ২২ জনকে আটক করেছিল পুলিশ। 

এএইচ/