এইচএসসি পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের আ্যসাইনমেন্ট প্রকাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার
আগামী ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের আ্যসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
আজ রোববার মাউশি'র পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
কাল সোমবার থেকে এই আ্যসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে।
নির্দেশনায় বলা হয়, চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে ৮ম সপ্তাহের বাংলা, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন বিষয়ে আ্যসাইনমেন্ট মূল্যায়ন রুবিক্সসহ প্রণয়ন করা হয়েছে।
এসি