ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ১-১৫সেপ্টেম্বর ২০২১ প্রতিদিন সকাল ১১টা-রাত ৮টা পর্যন্ত আয়োজন করা হয়েছে ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১। স্বাস্থ্যবিধি মেনে গ্যালারি পরিদর্শণ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
 
গত ২৯ জুন ২০২১ বিকাল ৪টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। করোনা মাহামারী পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউনের কারনে সরাসরি গ্যালারী পরিদর্শনের পরিবর্তে ভার্চুয়াল গ্যালারীর মাধ্যমে প্রদর্শনী দেখার ব্যবস্থা ছিল। বর্তমানে সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউন শিথিল হওয়ায় স্বাস্থবিধি মেনে গ্যালারী পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১-এর নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্ধে বাংলাদেশের ৭৮৬ জন শিল্পীর সহস্রাধিক শিল্পকর্মের আবেদন জমা পড়ে। শিল্পকর্ম নির্বাচকমন্ডলী বিভিন্ন মাধ্যমের ৩২৩ জন শিল্পীর ৩৪৭টি শিল্পকর্ম নির্বাচন করেন। নির্বাচিত এ সকল শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা ১৫৭টি, ছাপচিত্র ৫৩টি, আলোকচিত্র ১৭টি, ভাস্কর্য ৪৭টি, প্রাচ্যকলা ১০টি, মৃত্‌শিল্প ৭টি, কারুশিল্প ২০টি, গ্রাফিক ডিজাইন ৫টি, স্থাপনাশিল্প ১৮টি, নিউ মিডিয়া আর্ট ৭টি, পারফরমেন্স আর্ট ৬টি। শিল্পকর্ম নির্বাচন কমিটির সদস্যরা হলেন শিল্পী মামুন কায়সার, শিল্পী মাহমুদা বেগম, শিল্পী মো. মুছলিম মিয়া, শিল্পী স্বপন কুমার সিকদার এবং শিল্পী ফারুক আহাম্মদ মোল্লা।

আরকে//