ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শ্রেণি কক্ষে পাঠ দান শুরু ১২ সেপ্টেম্বর থেকে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার | আপডেট: ১২:০৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার

আগে থেকেই ঘোষণা ছিল, সেপ্টেম্বরের ১২ তারিখ শুরু হবে স্কুল-কলেজের শ্রেণি কক্ষে পাঠদান। সে অনুযায়ী এখন চলছে প্রস্তুতি। তবে, শুরুতেই সব শ্রেণির শিক্ষার্থীরা একসাথে এক দিনে ক্লাসে উপস্থিত থাকতে পারবেন না। প্রথমে, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন এবং পঞ্চম শ্রেণি প্রতিদিন স্কুলে আসবে। একইভাবে, ষষ্ঠ থেকে নবম শ্রেনির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন এবং দশম শ্রেণি প্রতিদিন ক্লাস করবে। 

আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

স্কুল খোলার কৌশল কি হবে, এ নিয়ে অস্পষ্টতা দূর করতেই রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসে। 

সিদ্ধান্ত হয়, এবার এবং আগামীবার যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে, তাদের প্রতিদিন উপস্থিত থাকতে হবে ক্লাসে।  

শিক্ষামন্ত্রী দিপু মনি জানান, ৯ তারিখের মধ্যেই সংস্কার শেষে, প্রস্তুত হবে শিক্ষা প্রতিষ্ঠান। শরীরের তাপমাত্রা পরীক্ষা, লক্ষণ পর্যবেক্ষণ করে লাইন ধরে প্রবেশ ও বের হওয়া নিশ্চিত করতে হবে। আর এক ক্লাসের শিক্ষার্থীদের দুই তিন কক্ষে ভাগ করে  পাঠদানের নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে বলেও জানান তিনি। 

এছাড়া পরিবারের কেউ অসুস্থ থাকলে, ক্লাস তথা শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাবে না।  শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগও রাখতে হবে, বলেন শিক্ষামন্ত্রী।  

আপাতত বন্ধ থাকবে এ্যাসেম্বলি। তবে, স্বল্প পরিসরে শিক্ষকদের উপস্থিতিতে মাঠে খেলাধুলা করতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে জেএসসি, জেডিসি ও পিএসসি এবং বার্ষিকসহ সব ধরণের পরীক্ষা নেয়া হবে। 

১৮ বছরের উর্ধ্বে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে, তাই অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও সিদ্বান্ত নেবে সিন্ডিকেট।
দেখুন ভিডিও :

এসবি/এসএ/