ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলাসহ সবকটি নদ-নদীর পানি হ্রাস পেতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে নদ-নদী অববাহিকার নীচু এলাকার পানি এখনও নেমে না যাওয়ায় দুর্ভোগে রয়েছে এলাকার মানুষ।

এদিকে দীর্ঘদিন পানিবন্দি থাকায় খাদ্য সংকটে পড়েছেন বন্যা দুর্গতরা। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকটও। সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এএইচ/