ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চুয়াডাঙ্গায় অধ্যাপক ডা. ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার

চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩২তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় পরীক্ষা কর্মসূচি পালন করা হয়।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীম ছিলেন একজন পথ প্রদর্শক। রোগীদের কল্যাণের কথা ভেবে তিনি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। তাঁর দেখানো পথে চিকিৎসক ও নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিয়ে চলেছেন।

ডা. মোহাম্মদ ইব্রাহীমের আদর্শ মেনে ডায়াবেটিক সমিতি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন ও ডা. মিজানুর রহমান। 

এএইচ/